বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মুরসির সাজা নির্ধারণে গোপন বৈঠক

মুরসির সাজা নির্ধারণে গোপন বৈঠক 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শাস্তি নির্ধারণে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছে। এ গোপন বৈঠকের কথাবার্তা সংবলিত একটি অডিও ফাঁস হয়েছে। এ নিয়ে দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মিশরের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় ঘটনাটির তদন্ত করে দেখছে।মুরসিপন্থী একটি টেলিভিশন চ্যানেল শুক্রবার ওই রেকর্ডিং ফাঁস করে। তবে অডিওটির সত্যতা নিশ্চিত করেনি ওই চ্যানেলটি।প্রকাশিত অডিও থেকে জানা যায়, mursi

মুরসির বিচার নিয়ে আলোচনা করতে গিয়ে দেশটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা মিথ্যা তথ্য উপস্থাপনের বিষয়টি উল্লেখ করছেন।মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর মুরসিকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে।উল্লেখ্য, মিশরের প্রাক্তন স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের দাবিতে ২০১২ সালে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের সময় বিভিন্ন সরকারি স্থাপনা, কারাগার ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বেশ কয়েক জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগ আনা হয় মুরসির বিরুদ্ধে।এর আগে মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বেশ কিছু নেতাকর্মীকে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্র : বিবিসি, আলজাজিরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone