বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বন্ধ হয়ে যাবে বোলিং বাউন্সার!

বন্ধ হয়ে যাবে বোলিং বাউন্সার! 

 স্পোর্টস ডেস্কঃ  শন অ্যাবটের বিষাক্ত বাউন্সারে মৃত্যু হল ফিল হিউজের। ২৫ বছরের অজি ওপেনারের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ক্রিকেটবিশ্ব। বুধবার শেষকৃত্যের মধ্য দিয়ে চিরকালের জন্য পরপারে চলে গেলেন হিউজ।

হিউজের মর্মান্তিক ট্র্যাজেডির পর দাবি উঠেছে বাউন্সার বন্ধ করা হোক। কারণ, জেন্টলম্যান গেম হলেও, বাউন্সারের কারণে এই খেলাটি বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। কেউ বলছেন, বাউন্সার একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হোক। কেউ বলছেন, বাউন্সার নিয়ন্ত্রণে নতুন আইন করা হোক।bounce

এসব বিতর্ক যখন চলছে, তখন ভারতীয় ওপেনার বীরেন্দ্রর শেবাগ জানান, বাউন্সার বন্ধ করে দেওয়া হবে চূড়ান্ত মূর্খামি। এমনটা হলে বোলারে উপর অবিচার করা হবে।

বীরু বলেন, ‘হিউজের মৃত্যু মর্মান্তিক! এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ইনজুরিও যে কোনো খেলার অঙ্গ। ব্যাটসম্যানরা বাউন্সার ছেড়ে দিতেই পারে। ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের খেলা। এরপর বাউন্সার বন্ধ করে দিলে তা হবে বোলারের ওপর অবিচার। বোলারদের এই অস্ত্রকে কোনও মতেই বন্ধ করে দেওয়া উচিত নয়।’

সাবেক ভারতীয় ব্যাটসম্যান আংশুমান গায়কোয়াড়ও বিষাক্ত বাউন্সারে ধরাশায়ী হয়েছিলেন। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে মাইকেল হোল্ডিংয়ের বাউন্সারে আহত হয়ে হাসপাতালের আইসিইউতে ছিলেন ২দিন। এখনও তার কানে শোনার সমস্যা আছে। তবুও গায়কোয়াড় মনে করেন, ‘কোনভাবেই বাউন্সার বন্ধ করে দেওয়া উচিৎ হবে না। এটা তো খেলারই অংশ। বাউন্সারকে স্কিল দিয়েই মোকাবেলা করতে হবে ব্যাটসম্যানকে। হিউজের ক্ষেত্রে যেটা ঘটেছে, সেটা স্রেফ একটি অ্যাকসিডেন্ট।’

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডও মনে করেন, বাউন্সার বন্ধ করা উচিৎ হবে না। তিনি বলেন, ‘বাউন্সার খেলারই অংশ। কিন্তু একে যদি বন্ধ করা হয়, তাহলে ক্রিকেটেরই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone