বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » জ্যান্ত কেউটে গিলে খেলেন সাপুড়ে

জ্যান্ত কেউটে গিলে খেলেন সাপুড়ে 

ডেস্ক রিপোর্টঃ  গৃহস্থ হঠাৎ দেখতে পেলো তার বেডরুমের নিচে শুয়ে সাপ। সঙ্গে সঙ্গে ডাক পড়ল তার। সাপ ধরায় তার বিস্তর নাম ডাক। সাপুড়ে নানহু এরপর এক ডাকে হাজির। খাটের তলা থেকে লেজ হিড়হিড় করে আস্ত সেই কেউটেটাকে টেনে বের করল নানহু।

snak

রাগের মাথায় কেউইটেটাও ছোবল মেরে নানহুর নাগপাশ থেকে বেরোতে চাইল।কেউটের কামড়ে নানহুর মাথায় খুন চেপে বসল, কেউটের পাল্টা কামড়ের জবাব কামড় দিতে নিল ৫০ বছরের সাপুড়ে নানহু। এরপর কেউটেটাকে কামড়ে কামড়ে খেতে শুরু করল। কিন্তু মিনিট পাঁচেক পরেই বমি শুরু হল, মাথা ঘুরে পড়ে জ্ঞান হারাল নানহু। জ্ঞান আর ফেরেনি তার, চিরনিদ্রায় চলে গেল সাপুড়ে নানহু।১৯৯০ সালে একবার সাপের বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল নানহু। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। তখন থেকেই তার বিশ্বাস জন্মায় সাপের বিষে সে কখনও মরবে না। কোথাও সাপ বেরোলেই সে ছুটে গিয়ে ধরতে যেত।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার কাকাইয়াপাড়া গ্রামে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone