বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিবিধ » সূচক বাড়লেও কমছে লেনদেনের পরিমাণ

সূচক বাড়লেও কমছে লেনদেনের পরিমাণ 

অর্থনৈতিক প্রতিবেদকঃ  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ৩০ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।suchok

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, এসিআই ফর্মুলেশন্স, খান ব্রাদার্স ও শাহজিবাজার পাওয়ার।লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়ায়।স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ০৯টির দাম।লেনদেন হয় মোট ২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone