বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যুক্তরাষ্ট্রে কালো মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে

যুক্তরাষ্ট্রে কালো মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ নির্বিচারে আফ্রিকান-আমেরিকান নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যেইদ রা’দ আল হুসেইন। একইসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে কালো মানুষদের সঙ্গে ‘প্রাতিষ্ঠানিকভাবে’ বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
আল-হুসেইন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, “পুলিশের গুলিতে যে হারে আফ্রিকান-আমেরিকান তরুণ নিহত হচ্ছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সেইসঙ্গে এটিও উদ্বেগের বিষয় যে, যুক্তরাষ্ট্রের জেলখানায় কালো মানুষরা অনেক বেশি হারে বন্দি রয়েছেন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়ার হারও তুলনামূলকভাবে অনেক বেশি।”
মিসৌরির এক গ্রান্ড জুরি যুক্তরাষ্ট্রের ফারগুসন শহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দেয়ার পর এ মন্তব্য করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।

jeyed
ফার্গুসনে ১৮ বছরের ওই নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার দায় থেকে সাদা চামড়ার পুলিশকে অব্যাহতি দেয়ার পর মঙ্গলবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন দেয় এবং দোকানপাটে লুটতরাজ চালায়।
আদালতের রায়ের পর যাতে কোনো বিক্ষোভ-ভাঙচুর কিংবা লুটপাট না করা হয় সে জন্য আগেই ব্রাউনের পরিবার এবং প্রেসিডেন্ট ওবামা দেশবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন। কিন্তু আদালতের রায়ের পর তাদের সে আহ্বান বৃথায় পর্যবসিত হয়েছে। গত আগস্ট মাসে ব্রাউনকে গুলি করে হত্যার পর আমেরিকার বিভিন্ন শহরে সংঘর্ষ-সহিংসতা হয় এবং পুলিশি তৎপরতার কৌশল ও বর্ণবাদ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone