বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই : অর্থমন্ত্রী

আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই : অর্থমন্ত্রী 

mal ai]

এইদেশ এইসময়, ঢাকা : আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে মঙ্গলবার দুপুরে আগাম নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের অন্যান্য দেশের চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চায়। সেই লক্ষ্য ও পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করেছি। কবে চলে যাব সেটা পরের বিষয়। আগাম নির্বাচন হবে কি না সেটা নির্ভর করছে সম্পূর্ণ বিএনপির ওপর।

অর্থমন্ত্রী বলেন, কিসের বাইরের চাপ আছে? টেল মি হোয়াট ইজ দ্য চাপ? দেয়ার ইজ নো কজ ফর এ্যানি চাপ। আমরাই তো বিএনপিকে অফার করেছি।

এ সময় ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের চাপকে ‘টোটালি ইউজলেস’ বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে সেটা তাদের ব্যাপার।
বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা টোটালি ফুলিশ খেলা খেলেছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মুহিত বলেন, কারা অস্ত্র দ্বারা ক্ষমতায় এসেছে? অস্ত্র ব্যবহার করেছে জামায়াত।

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর দাতাদের সঙ্গে বসবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বসবো। তার আগে সবকিছু একটু গুছিয়ে নেই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone