বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, July 27, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » তারুণ্যের কথা » নিউইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

নিউইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত 

প্রবাস ডেস্ক : বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলিনে এক সড়ক দুর্ঘটনায় ঐতিহ্যবাহী ব্রুকলিন টেকের বাংলাদেশি ছাত্র মোহাম্মদ নাইম উদ্দিন (১৪) নিহত হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল নাইম। ব্রুকলিনের ইস্ট সেভেন্থ এভিনিউ ও কটন এভিনিউ এলাকায়

uas

একটি মিনি ভ্যান চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তবে ভ্যানটি তাকে আঘাত করেই দ্রুত চলে যায়।ঘটনার পরপরই তাকে স্থানীয় মাইমনডিস হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাত ১০টার দিকে সে মারা যায়। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।নাইম উদ্দিনকে চাপা দেয়া মিনি ভ্যানচালক ল্যান লরেন্ড (৭৮) নামের এক ব্রুকলিনবাসীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।নিহত নাইমের আত্মীয় ফয়সাল কবীর জানান, দুর্ঘটনার পর নাইমকে রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। এসময় নাইম দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছিল। তার অবস্থা গুরুতর দেখে সাথে সাথে ৯১১-এ কল দিয়ে অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মাথায় জরুরি অপারেশন করা হয়।বাবা মইন উদ্দিনসহ কলেজে পড়ুয়া এক বড় বোন ও এক ছোট ভাইয়ের (৪) সাথে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতো নাইম। তার মরদেহ বাংলাদেশে নিয়ে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone