বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ ড্র

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ ড্র 

sp

স্পোর্টস ডেস্ক : আজহার আলীর সেঞ্চুরির সুবাদে তিন ম্যাচ টেস্ট সিরিজে ড্র করেছে পাকিস্তান। প্রথম টেস্ট ড্র। দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তৃতীয় ও শেষ টেস্টে পাঁচ উইকেটে জিততে না পারলে সিরিজ হাত ছাড়া এমন সমীকরণ সামনে রেখে ব্যাট করতে নামে পাকিস্তান। শারজা টেস্টে প্রথম ইনিংসে ৪২৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে ৩৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আব্দুর রহমানের তোপের মুখে পড়ে ২১৪ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৫৯.২ ওভারে ৩০২ রান। জিততে হলে ওয়ানডের আদলে ব্যাট করতে হবে। জয়ের টার্গেট নিয়েই ব্যাট করতে নামে পাকিস্তান। তড়িগড়ি রান তুলতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। স্কোর বোর্ডে ৪৮ রান সংগ্রহ করতেই দুই ওপেনারের বিদায়।

তৃতীয় উইকেট জুটিতে ইউনুস খানকে সঙ্গে নিয়ে ৪৯ রান যোগ করেন আজহার আলী। এঞ্জেলো ম্যাথুসের শিকার হওয়ার আগে এক চারে ২৯ রান করেন ইউনুস খান। চতুর্থ উইকেট জুটিতে শরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে ৮৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন আজহার। ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ৪৮ রান করেন শরফরাজ আহমেদ।

এরপর অধিনায়ক মিসবাহ-উল-হককে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান আজহার। এই পার্টনারশিপে তারা দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ১০৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন তারা। দলের জয় যখন অবশ্যম্ভাবী তখন উইকেট হারান আজহার। সাজঘরে ফেরার আগে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার শতরানের ইনিংসে ছয়টি চারের মার রয়েছে। ৬৮ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক মিসবাহ-উল-হক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone