বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ফের বই বোমার আঁচে উত্তপ্ত জাতীয় রাজনীতির আঙিনা

ফের বই বোমার আঁচে উত্তপ্ত জাতীয় রাজনীতির আঙিনা 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  নটবর সিংয়ের পর ফের একটি বই বোমার আঁচে উত্তপ্ত হতে চলেছে জাতীয় রাজনীতির আঙিনা! এবার বোমাটি ফাটাতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে খুরশিদের লেখা বই। সেই বইয়ে আন্না হাজারের সঙ্গে কেজরিওয়ালের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষন রয়েছে বলে জোর গুঞ্জন দিল্লির রাজনীতিতে। বইয়ে নাকি খুরশিদ লিখেছেন, কেজরির সঙ্গে আন্নার মতবিরোধের মূল কারণ আন্না তলে তলে কংগ্রেসের সঙ্গে আতাঁতের চেষ্টায় ছিলেন। খুরশিদের দাবি, কেজরি এ খবর জানতে পেরেই নাকি আন্নার সঙ্গে ছেড়ে যাওয়ার মত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এইরকম আরও নানান চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনতে চলেছে খুরশিদের আসন্ন বই ‘আদার সাইড অফ মাউন্টেন

’।anna2

বইয়ে খুরশিদ দাবি করেছেন, ২০১২ সালের ২৩ জুন যখন লেখক নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে পুণেতে এসেছিলেন, তখন এক এজেন্ট মারফৎ আন্না তাঁর সঙ্গে বৈঠকে জন্য সময় চেয়েছিলেন। খুরশিদ একজন বাধ্য সৈনিকের মত সে কথা সঙ্গে সঙ্গে দলের উপরমহলে জানিয়ে দেন। দলও সবুজ সংকেত দিয়ে বলে, আন্নার সঙ্গে কথাবার্তা এগোতে। পুণের বাইরে এক গোপন আস্তানায় আন্নার সঙ্গে দেখা করেন খুরশিদ। খুরশিদের দাবি, সেই বৈঠক ফলপ্রসূ হয়। আন্না রাজি হন কংগ্রেসের হয়ে প্রচার করতে। কিন্তু তিনি বিনিময়ে তৎকালীন ইউপিএ-র কাছ থেকে একটি সম্মতিসূচক চিঠি দাবি করে বসেন। উল্লেখযোগ্য বিষয় হল, আন্না এই বৈঠক সম্পর্কে কিরণ বেদীকে মিথ্যা কথা বলেন বলে দাবি করেছেন খুরশিদ। আন্না বলেন, ওইদিন তিনি এক সাধুর সঙ্গে দেখা করতে পুণের বাইরে যাচ্ছেন। ইন্ডিয়া টিভি-র দাবি, খুরশিদ বইতে এও লিখেছেন, ‘এই বৈঠকের খবর সংবাদমাধ্যমে কোনওভাবে প্রকাশ পেলে আন্না আমাকে সেই খবর প্রকাশ্যে অস্বীকার করার পরামর্শ দেন।’ দুঃখের বিষয়, সেই চিঠি আন্নার দফতরে না পৌঁছে সোজা কেজরির হাতে গিয়ে পড়ে। ইউপিএ নেতৃত্বের কাছ থেকে এই চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন কেজরি। তিনি এ খবর জানতেনই না। সেই সময় আন্না ও খুরশিদ-উভয়েই এই চিঠি চালাচালির খবর অস্বীকার করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone