বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাতীয় পরিচয়পত্র সংশোধনে ফি নিচ্ছে না ইসি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে ফি নিচ্ছে না ইসি 

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ বা ফি না দিতে হলেও, নাগরিকদের অদূর ভবিষ্যতে তা দিতে হবে। তবে অর্থ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় লোকবল না থাকার কারণে আপাতত কোনো ফি ধার্য করবে না নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা-২০১৪ সংশোধন করে নতুন একটি বিধান সংযোজন করছে ইসি। এতে বলা হয়, নির্বাচন কমিশন সরকারি গেজেটের মাধ্যমে যে তারিখ নির্ধারন করবে, সেই তারিখ অনুযায়ি নির্দিষ্ট হারে ফি দেয়ার বিধান কার্যকর হবে। বিধিমালায় এক নম্বর বিধির উপবিধি (২) প্রতিস্থাপন করে এ বিধান সংযোজন করা হচ্ছে।ic

এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে যে বিধানটি রয়েছে, তা আরও স্পষ্ট করতে এ সংশোধন আনা হচ্ছে। এ ছাড়া জনগণের কাছ থেকে সংশোধনের জন্য ফি নিলে, তা ব্যবস্থাপনাও একটি বড় বিষয়। তাই অর্থ ব্যবস্থাপনার জন্য লোক নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া শেষ হলেই কেবল ফি নেওয়া যাবে।
অন্যদিকে, ব্যাংকের সঙ্গে চুক্তি বা কোন ব্যাংকের সঙ্গে লেনদেন করা হবে এ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। তাই আপাতত পরিচয় পত্র সংশোধন বা নবায়নের জন্য কোনো ফি ধার্য করা হচ্ছে না বলে জানান তিনি।
তবে অর্থ ব্যবস্থাপনায় লোকবলের অভাবই ফি নির্ধারণে বিলম্বের একমাত্র কারণ নয় বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।
তিনি বলেন, খুব শিগগিরই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাই সব নাগরিকদের বিনা ফি-তে একবার সংশোধনের সুযোগ দেওয়া হবে। এ কারণেও ফি নির্ধারণ আপাতত হচ্ছে না।
জাতীয় পরিচয়পত্র প্রথম নবায়নের জন্য নির্বাচন কমিশন সাধারণ ক্যাটাগরিতে ১শ’ টাকা ও জরুরি হলে ১শ’ ৫০ টাকা ফি নেবে বলে জানা গেছে।
এ ছাড়া হারানো বা নষ্ট হওয়ার কারণে ডুপ্লিকেট তুলতে হলে বা সংশোধন করতে হলে সাধারণ ২শ’ টাকা ও জরুরি ভিত্তিতে ৩শ’ টাকা ফি গুণতে হবে।
তবে দ্বিতীয়বার একই কারণে আবেদন করলে সাধারণ ৩শ’ টাকা ও জরুরি ভিত্তিতে ৫শ’ টাকা ফি নেবে ইসি। তবে তৃতীয়বার থেকে পরবর্তী প্রতিবারের জন্য সাধারণ ৫শ’ টাকা ও জরুরি ভিত্তিতে ১ হাজার টাকা ফি গুনতে হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone