বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সাতক্ষীরাকে জঙ্গিমুক্ত করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাতক্ষীরাকে জঙ্গিমুক্ত করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

DSC00022

সাতক্ষীরা প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোনো মূল্যে সাতক্ষীরাকে জঙ্গিমুক্ত করা হবে। সাতক্ষীরায় যতদিন পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততদিন পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে।’

সোমবার দুপুরে সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

গত বছর ২৮ ফেব্রুয়ারির পর থেকে জামায়াত শিবিরের নৈরাজ্য ও নাশকতায় লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদ। কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ১৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে। জামায়াত-শিবিরের হামলায় আহত হয়েছেন শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তাদের অত্যাচার নির্যাতনের মুখে এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসব ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর এ সাতক্ষীরা সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেইসব জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় আবারো জেগে উঠেছে সাধারণ মানুষ। জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone