বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রেস্তোরাঁয় হামলায় বিদেশি গোয়েন্দারা জড়িত

রেস্তোরাঁয় হামলায় বিদেশি গোয়েন্দারা জড়িত 

full_562911107_1390195122

ডেস্ক নিউজ : আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলছে, দেশটির রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় গত শুক্রবার যে হামলা হয়েছে, তাতে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে বলে তারা ধারণা করছেন।
কাউন্সিলের প্রধান দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, এ হামলাটি এতই সুনিপুণভাবে করা হয়েছে যে, সাধারণ তালেবানের পক্ষে তা করা প্রায় অসম্ভব।
কাবুলের হামলায় বিদেশি সংস্থা জড়িত আছে থাকার যে সন্দেহটি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই, সেই সন্দেহটি মূলত আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকেই নির্দেশ করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
এ হামলার প্রতিবাদে গতকাল রোববার ঘটনাস্থলে জড়ো হয়ে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
হামলার তদন্ত শুরু হওয়ার পরপরই কয়েকজন আফগান কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
শহরের ওয়াজির আকবর খান এলাকায় অবস্থিত যে লেবানিজ রেস্তোরাঁয় হামলাটি করা হয়, সেখানে মূলত বিদেশি কূটনীতিক এবং নাগরিকরাই বেশি খেতে আসতেন।
এ হামলায় সময় রেস্টুরেন্টের গেটের বাইরে একজন আত্মঘাতী হামলাকারী প্রথমে বিস্ফোরণ ঘটান। তারপর বন্দুকধারী দুজন ব্যক্তি রেস্তোরাঁর ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান।
এ হামলায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে জাতিসংঘ ও আইএমএফের কর্মকর্তাসহ মোট ৯টি দেশের নাগরিক রয়েছেন।
আফগানিস্তানে নিরাপত্তার বিষয়টি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ নিরাপত্তা প্রসঙ্গেই একটি চুক্তি করার জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাইকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা নিয়ে নতুন এ চুক্তি হলে, এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার যে কথা রয়েছে, তার পরিবর্তে কিছু সেনা দেশটিতে থেকে যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone