বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জিএসপি সুবিধা বাতিলের ভাবনা আপাতত নেই : হানা

জিএসপি সুবিধা বাতিলের ভাবনা আপাতত নেই : হানা 

hana ai

অনলাইন ডেস্ক : ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য জিএসপি সুবিধা বাতিলের ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি উইলিয়াম হানা।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে উল্লেখ করে হানা সাংবাদিকদের বলেন, ইইউয়ের বাজারে বাংলাদেশের পণ্য এখন কোনো কর বা নিষেধাজ্ঞা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছে। এতে ইইউ আপাতত কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না।

হানা বলেন, বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে আগুন, ভবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ইইউ উদ্বিগ্ন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, কারখানা পরিদর্শন ও কাজের পরিস্থিতি ভালো করার ওপরে জোর দিচ্ছে ইইউ।

হানা বলেন, কারখানার নিরাপত্তার বিষয়ে আইএলওয়ের সুপারিশের ভিত্তিতে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এর বাস্তবায়নও দ্রুত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone