বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএনপির গণসমাবেশ শুরু সোহরাওয়ার্দীতে

বিএনপির গণসমাবেশ শুরু সোহরাওয়ার্দীতে 

khalada

এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। সোমবার দুপুর ২টা ২০ মিনিটে জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি হাফেজ আবদুল মালেকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধীরে ধীরে জনসমাগম বাড়ছে।

গণসমাবেশ বিএনপি এককভাবে করার নীতিগত সিদ্ধান্ত নিলেও ১৮ দলের নেতাদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে।

১৮ দলের নেতাদের মধ্যে সামাবেশে এরই মধ্যে যোগ দিয়েছেন- ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এছাড়া মঞ্চে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহামান হাবিব, নির্বাহী কমিটির সদস্য এবিএম মোশাররফ হোসেন, ওলামদলের সভাপতি এম এ মালেকসহ আরো অনেকে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকেল তিনটায় সমাবেশ স্থলে আসার কথা রয়েছে। দশম সংসদ নির্বাচনের পর এই সমাবেশটি হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ১৮ দলীয় জোটের ব্যানারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করায় তাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone