বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » উন্মোচন করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের লোগো

উন্মোচন করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের লোগো 

 স্পোর্টস ডেস্কঃ  ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় চার মাস হতে চলেছে। ফুটবলপ্রেমীরা প্রহর গুণতে শুরু করেছে ২০১৮ বিশ্বকাপের। রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের প্রথম মাইলস্টোন হিসেবে অভিনব কায়দায় মঙ্গলবার উন্মোচন করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের লোগো।মস্কোতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম লোগো উন্মোচন করা হয়। এরপর মস্কোর থিয়েটার বিল্ডিংয়ে প্রক্ষেপণের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়।

russesia

সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্লাটার, স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ভিতালি মুটকো ও ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো।লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, ‘আমি এ পর্যন্ত দশটি বিশ্বকাপ দেখেছি। ১৯৫৪ সালে আমি প্রথম বিশ্বকাপ উপভোগ করি। সেটা ছিল আমার মাতৃভূমি সুইজারল্যান্ডে। চার বছরের মাথায় আরো একটি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছি। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানটা অসাধারণ হয়েছে। আমি নিশ্চিত চার বছর পর এখানে আয়োজিত বিশ্বকাপও সফলভাবে শেষ হবে।’ইতালিয়ান সাবেক অধিনায়ক কানাভারোকে তার চোখে দেখা তিনজন সেরা ফুটবলারের নাম বলতে বলা হলে তিনি বলেন, ‘আমার চোখে এক নম্বরে রয়েছে কানাভারো। এরপর অবশ্যই দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি।’রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে লোগো। লোগো উন্মোচনের পর অনলাইনে একটি জরিপ চালানো হয়। জানতে চাওয়া হয় লোগোটি পছন্দ হয়েছে কিনা। সেখানে ৭০ শতাংশ মানুষ লোগোটির পক্ষে ভোট দেন।

২০১৮ সালের জুন-জুলাই মাসে রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone