বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » আইএস জঙ্গীদের তথ্য দিতে ইউটিউব-ফেইসবুককে নির্দেশ

আইএস জঙ্গীদের তথ্য দিতে ইউটিউব-ফেইসবুককে নির্দেশ 

প্রযুক্তি ডেস্কঃ  মাইক্রোব্লগিং সাইট টুইটার, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবকে আইএস জঙ্গী সংক্রান্ত যেকোনও তথ্য দিতে চাপ বাড়ালো ব্রিটেন সরকার। পাশাপাশি গুগল ও মাইক্রোসফটকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।সন্দেহভাজনদের আইপি অ্যাড্রেস, ইমেইল ও পারলে ফোন নম্বরও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন জায়ান্ট এই সংস্থাগুলিকে।

iss

এই নির্দেশের তালিকায় শুধু বোমা বানানোর মত পরিকল্পনাই নয়, বরং হিংসামূলক পোস্ট, বিদ্বেষমূলক মন্তব্য ও জঙ্গীদের প্রতি সমবেদনা প্রকাশকারীদেরও নজরে রাখা হবে।যদিও ফেইসবুক-টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইটগুলি যেকোনও ধরনের বিদ্বেষমূলক মন্তব্যকে প্রশ্রয় দেয় না। তারা সেসব তথ্যই প্রশাসনের হাতে তুলে দেবে যা তাদের কাছে তদন্তের স্বার্থে চাওয়া হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone