বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ডিআরএস পদ্ধতি

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ডিআরএস পদ্ধতি 

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশের ঘরোয়া সিরিজে প্রথমবারের মতো চালু করা হচ্ছে এই পদ্ধতির।টেস্ট সিরিজে থাকলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ডিআরএস থাকবে না।banglade

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, ঘরোয়া সিরিজে আমরা প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করতে যাচ্ছি। ক্রিকেটের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।ক্যামেরায় হক আই,আল্ট্রা মোশন ও সুপার জুম ব্যবহার করা হবে। তবে এই সিরিজে হটস্পট থাকবে না।ডিআরএস ব্যবহারের জন্য বিসিবিকে প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে।চলতি বছরের শুরুতে ঢাকা ও চট্টগ্রাম টেস্টে নাসির হোসেনের দুটি বিতর্কিত আউটের পর আবারো আলোচনায় আসে ডিআরএস। চট্টগ্রাম টেস্টে নাসিরের আউটের পর সংবাদ সম্মেলনে বাজে আম্পায়ারিং এর সমালোচনা করেন শামসুর রহমান।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone