বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সমাবেশের অনুমতি বিএনপিকে

সমাবেশের অনুমতি বিএনপিকে 

bnp ai

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৩টি শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

সোমবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে।

বিএনপি’র আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হলো বলে জানিয়েছে ডিএমপি।

শর্তে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই সমাবেশের যাবতীয় কার্যক্রম ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ থাকবে। মিছিল সহকারে জনসমাবেশস্থলে আসা যাবে না।

পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে মঞ্চ তৈরি হবে এবং সমাবেশ অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কাজে মঞ্চ ব্যবহার করা যাবে না।

সমাবেশ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত নিরাপত্তাকর্মী (ভলান্টিয়ার) নিয়োগ করা, উদ্যানের বাইরে সড়কে বা সড়কের পাশে মাইক, প্রজেকশন ব্যবহার না করা, উদ্যানের ভিতরে কোনো স্থাপনা কিংবা গাছের ক্ষতি সাধন না করাও কয়েকটি অন্যতম শর্ত।

ডিএমপি আরও জানিয়েছে সমাবেশ শুরুর কেবল দুই ঘণ্টা আগে থেকে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে এবং বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশসহ রাস্তায় সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে।

ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড বা দেশীয় অস্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না।

ডিএমপি’র দেওয়া ১৩ শর্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও অনুমতি পত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে ডিএমপি জানিয়েছে, বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ কে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা । আর এ জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য বেলা ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে মোতায়েন করা হবে। পাশাপাশি মোতায়েন করা হবে সাদা পোষাকে পুলিশ ও।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone