বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শহীদ আসাদ দিবস আজ

শহীদ আসাদ দিবস আজ 

ai desh

এইদেশ এইসময় ঢাকা : আজ শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদের নাম চির অমর হয়ে আছে।

১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ।

ঊনসত্তরের গণ-আন্দেলনে শহীদ আসাদের রক্তের সিঁড়ি বেয়ে সেই আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুথানে। আইয়ুব সরকারের পতন হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে গণ-অভ্যুত্থানে জাগ্রত বাঙলি জাতি ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে শহীদ আসাদ পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় জমায়েত, ৮টায় শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনাসভা।
মুক্তিযুদ্ধ জাদুঘরে বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন মাহফুজা খানম, শহীদ আসাদের ভাই অধ্যাপক এইচ এম মনিরুজ্জামান ও শহীদ মতিউরের বাবা আজহার আলী মল্লিক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone