বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা 

com ba

এইদেশ এইসময়, ঢাকা : উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দীন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, বাছাই শেষ হবে ২৭ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ৩ ফেব্রুয়ারি।

আর প্রথম দফায় ১০২টি উপজেলায় ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।

সিইসি জানান, উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার থাকবেন এডিসি এবং সহাকারী রিটার্নিং অফিসার থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এসময় জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সেনা মোতায়েন করা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে রকিবউদ্দীন বলেন, ‘এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেই সিদ্ধান্ত নেয়া হবে সেনা মোতায়েন করবো কি না।’

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠান কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগেও বলেছি, ডিসিসিতে দিক নির্দেশনার (সীমানা নির্ধারণ) সমস্যা রয়েছে। এ সমস্যা শেষ হলেই নির্বাচন হবে। এই সমস্যাটা উত্তরের চেয়ে দক্ষিণেই বেশি।’

স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন তাড়াহুড়া করছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, ‘তাড়াহুড়ার কিছু নেই। আমরা বরং দেরিই করে ফেলেছি। মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আইনি বাধ্যবাধকতার কারণেই নির্বাচন করছি।’

এসময় তিনি জানান, সামনে এসএসসি পরীক্ষা। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone