বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » স্যামসাংয়ের নতুন ওয়াই-ফাইয়ে ৩ সেকেন্ডে মুভি ডাউনলোড!

স্যামসাংয়ের নতুন ওয়াই-ফাইয়ে ৩ সেকেন্ডে মুভি ডাউনলোড! 

 ডেস্ক রিপোর্টঃ স্যামসাং এবার এমন ওয়াই-ফাই বানিয়েছে, যার সাহায্যে ৩ সেকেন্ডে মুভি ডাউনলোড করা সম্ভব হবে। বাজারের বর্তমান ওয়াই-ফাইয়ের তুলনায় স্যামসাংয়ের নতুন ওয়াই-ফাই ৫ গুণ বেশি স্পিডের বলে জানিয়েছে স্যামসাং।

নতুন এই ওয়াই-ফাই সিস্টেমের স্পিড ৫৭৫ এমবি প্রতি সেকেন্ডে। ফলে ১ জিবির চেয়েও বড় মুভি ৩ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে।samsang

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ২.৪ এবং ৫ গিগাহার্জের ওয়াই-ফাই টেকনোলজি থেকে পৃথক স্যামসাংয়ের নতুন ‘৮০২.১১এডি স্ট্যান্ডার্ড ৬০ গিগাহার্জ’ ওয়াই-ফাই টেকনোলজি সহ-চ্যানেলগুলোর প্রতিবন্ধকতাকে সরিয়ে বেশি স্পিড দেয়। একটি নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহৃত হলেও, গতি কম হয় না।

আগামী বছরের শুরুর দিকে ৬০ গিগাহার্জ ওয়াই-ফাই টেকনোলজি বাজারে আসবে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone