বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগের জন্য প্রস্তুত: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগের জন্য প্রস্তুত: অর্থমন্ত্রী 

 ডেস্ক রিপোর্টঃ চীন ও জাপানের মতো বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক বিনিয়োগ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্থানীয় সময় রোববার বিশ্বব্যাংক- আইএমএফ এর ৩ দিনের বার্ষিক সম্মেলন শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

muhit

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বড় ধরনের বিনিয়োগের জন্য প্রস্তুত। এরইমধ্যে জাপান ও চীন কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করছে। পাশাপাশি পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে যে ঝামেলা হয়েছিল তা সরকার ভুলে যেতে চায়। কেননা বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগি। তাই বড় বড় প্রকল্পে সরকার এখন বিশ্বব্যংকের কাছ থেকে বিনিয়োগ চায়। আর্থিক এ সংস্থাটি ইতিবাচক সাড়া দিবে বলেও মন্তব্য করেন তিনি।

মুহিত আরো বলেন, সম্মেলনের শেষ দিনে নীতিনির্ধারণী কোনো বৈঠক না থাকলেও নারীর ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের নাম এসেছে বারবার। মূলত নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone