বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ২১, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শাহজালালে মৌমাছির কবলে সৌদি এয়ারলাইনস

শাহজালালে মৌমাছির কবলে সৌদি এয়ারলাইনস 

ডেস্ক রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌমাছির কবলে পড়েছিল সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৮ ফ্লাইট। বিড়ম্বনায় পড়েছিলেন যাত্রীরাও। শেষ পর্যন্ত নির্দিষ্ট বোর্ডিং ব্রিজ পরিবর্তন করতে বাধ্য হন বিমানের পাইলট। বিমানবন্দর সূত্রমতে, সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি রোববার দুপুরে বিমানবন্দরে অবতরণের পর ২ নম্বর বোর্ডিং ব্রিজ ব্যবহার করার কথা ছিল। কিন্তু লাগেজ হ্যান্ডলিংয়ের লোডাররা দেখেন, সেখানে শত শত মৌমাছির দল ওড়াউড়ি করছে।

474

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

তারা বিষয়টি পাইলটকে জানালে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ২ নম্বর বোর্ডিং ব্রিজ ব্যবহার না করে ৫ নম্বর বোর্ডিং ব্রিজ ব্যবহার করেন পাইলট। এতে করে মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পান বিমানযাত্রীরা।

মৌমাছির কারণে ফ্লাইটের বোর্ডিং ব্রিজ পরিবর্তনের খবরে দ্রুত সেখানে ছুটে যান বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন, সিভিল এভিয়েশনের সিকিউরিটিসহ অন্যান্য সংস্থার লোকজন। তবে সেখানে মৌমাছির দলকে আর দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিমানবন্দরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone