বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘উপজেলা পর্যায়েও কর মেলা হবে’

‘উপজেলা পর্যায়েও কর মেলা হবে’ 

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, জেলা পর্যায়ে আয়কর মেলা হচ্ছে। ভবিষ্যতে ৮৫টি উপজেলা পর্যায়েও এ কর মেলার আয়োজন করা হবে।এনবিআর কনফারেন্স রুমে রোববার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ‘ট্যাক্স গাইড ২০১৪-১৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।গোলাম হোসেন বলেন, ‘আয়কর রিটার্ন বাড়াতে হলে সচেতনতা বাড়াতে হবে। প্রতিবছর গড়ে প্রায় আড়াই লাখ করদাতা ড্রপ আউট হয়ে যায়। এর মূল কারণ সচেতনতার অভাব। বর্তমানে ১৮ লাখ টিআইএনধারী রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

45

গোলাম হোসেন

এনবিআর চেয়ারম্যান বলেন, জুলাইয়ে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশ; যা আগস্টে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এটা ইতিবাচক দিক। এর পেছনে ভ্যাট সেকশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।ব্যবসায়ীদের কারণেই ভ্যাট আদায় বাড়ছে উল্লেখ করে গোলাম হোসেন বলেন, ব্যবসা-বাণিজ্যে প্রাইভেট সেক্টরগুলো যত বেশি এগিয়ে আসবে তত বেশি কর আদায় হবে।চলতি বছর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, আগামী ২ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্নের যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তা আর বাড়ানো হবে না। তবে কোনো করদাতার সমস্যা থাকলে তার আশপাশের কর অফিসে যোগাযোগ করে সেখান থেকে যেকোনো ধরনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি মো. শাহজাহান খানসহ এনবিআর ও ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone