বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমানের নির্দেশে

ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমানের নির্দেশে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমানের নির্দেশে।মেধাবী ছাত্র ত্বকী হত্যার পাঁচশ দিনে এ মামলার দ্রুত চার্জশীট দেয়ার দাবিতে এক আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাব্বি এ কথা বলেন।বুধবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবীতে তারা আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে।

এসময় জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ। কর্মসূচীতে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।

pop

রফিউর রাব্বি বলেন, কোন দেশেই হত্যাকান্ডের মতো অপরাধ করার পর কেউ পার পেয়ে যেতে পারে না। কিন্তু দূর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যেকোন অপরাধ এমনকি হত্যাকান্ড করার পরও মানুষ পার পেয়ে যেতে পারে। কারন আমাদের দেশে হত্যাকারিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়। ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমান-নাসিম ওসমানের নির্দেশে। তাদের ছেলে আজমীরি ওসমান, অয়ন ওসমান তাদের সন্ত্রাসীদের নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

তিনি আরো বলেন, এ বিষয়গুলি জানার পরে বর্তমান সরকার হত্যা মামলার অগ্রগতিকে বারবার বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। দেড় বছরের বেশি হলেও হত্যাকান্ডের চার্জশীট আটকে আছে। কারন সরকারের উপরের পর্যায় থেকে এ হত্যাকান্ডের অগ্রগতি আটকে রাখা হয়েছে।

 

সাত খুনের ঘটনায় নিহতদের পরিবার বারবার বললেও হত্যাকারিদের গডফাদারকে আড়াল করে তদন্ত এগিয়ে নেয়া হচ্ছে। তবে ইতিহাসের নির্মম শিক্ষা হচ্ছে এভাবে হত্যাকারিরা বাচতে পারে না। এ ওসমান পরিবার যে একটি হত্যাকারি পরিবার খুনি পরিবার মানুষ এত সহজে তা ভুলে যাবে না।

হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে সন্ত্রাসী আজমীর ওসমান দেশের বাইরে পালিয়ে রয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামী বলেছিলেন আজমীর ওসমান ত্বকীকে তার সন্ত্রাসীদের নিয়ে টর্চার সেলে নির্যাতনের পরে হত্যা করেছে। র‌্যাবের একজন কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য সংবাদপত্রকে জানিয়েছিলো। কিন্তু হত্যাকান্ডের নির্দেশদাতারা ত্বকী হত্যার চার্জশীটকে আটকে দিয়েছে। তিনি অবিলম্বে এ হত্যা মামলার চার্জশীট দেয়ার দাবী জানান।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, ত্বকী হত্যাকারিদের বিচারের সম্মুখিন করার দাবী নিয়ে আমরা আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছি। ত্বকী হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone