বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জামায়াতের রাজনীতি বন্ধ করলে চোরাগোপ্তা হামলা বাড়বেঃ অর্থমন্ত্রী

জামায়াতের রাজনীতি বন্ধ করলে চোরাগোপ্তা হামলা বাড়বেঃ অর্থমন্ত্রী 

সচিবালয় প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আইন করে জামায়াতের রাজনীতি বন্ধ করা ঠিক হবে না। এটা করলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে। খুনখারাবি ও চোরাগোপ্তা হামলা বৃদ্ধি পাবে।’

রোববার সচিবালয়ে এডিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে অর্থহীন দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘হরতাল, অবরোধ নিয়ে সরকার ভাবছে না।’

mall

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংলাপের প্রয়োজন মনে করি না। দেশ ভালোই চলছে। আওয়ামী লীগ যদি সংলাপের প্রয়োজন মনে করে সংলাপ করতে পারে।’

বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার সমালোচনাও করেন তিনি।

সাঈদীর রায়ের পর জামায়াতের সঙ্গে আঁতাত হয়েছে- বিভিন্ন মহল থেকে এ ধরনের প্রশ্ন ওঠার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াতের সঙ্গে কোনো আঁতাত হয়নি। এ বিষয়টি রাবিশ।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone