বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাশিয়ার বিদেশমুখী ৭৭ শতাংশ শিক্ষার্থী

রাশিয়ার বিদেশমুখী ৭৭ শতাংশ শিক্ষার্থী 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ রাশিয়ার তিন-চতুর্থাংশ শিক্ষার্থী দেশের বাইরে কর্মজীবন শুরু করতে চান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে সদ্য পাশ করা ৭৭ শতাংশ রুশ ছাত্রছাত্রী বিদেশে চাকরি করতে ইচ্ছা প্রকাশ করেছেন। রাশিয়ায় চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট www.career.ru পরিচালিত সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি ১২১৭ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ চালায়। গত ২৫ জুলাই থেকে ১১ আগষ্ট পর্যন্ত রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এ জরিপ অনুষ্ঠিত হয়।rasia
গবেষণায় দেখা যায়, ৬০ শতাংশ শিক্ষার্থীর বিদেশে চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে সুষ্পষ্ট ধারণা নেই, ১৪ শতাংশ চাকরি খোঁজা শুরু করেছেন এবং ৩ শতাংশ কাঙ্খিত দেশে এরই মধ্যে চাকরি খুঁজে পেয়েছেন।

জরিপে বলা হয়, সাধারণত কলা-মানবিক (৮৬ শতাংশ) ও মার্কেটিং (৮৪ শতাংশ) বিষয়ে যারা পাশ করেছেন, তাদের মধ্যে রাশিয়া ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি রয়েছে। পক্ষান্তরে, শিক্ষকতা ও ডাক্তারির মতো পেশায় যারা কাজ করবেন, তাদের মধ্যে বিদেশে চাকরি করার ইচ্ছা সবচেয়ে কম রয়েছে।

জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ ইউরোপে, ১০ শতাংশ যুক্তরাষ্ট্রে, ৬ শতাংশ অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৫ শতাংশ কানাডায়, ৪ শতাংশ মধ্য এশিয়ায় এবং ৪ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন জীবন গড়ার জন্য যেতে চান। তবে ১৪ শতাংশ কোথায় কাজ করতে যাবেন তা এখনো ঠিক করেননি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে লন্ডনভিত্তিক মানবসম্পদ সেবা বিষয়ক বেসরকারি সংস্থার এক গবেষণায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বৃহৎ শ্রমিক সংকটের দেশে পরিণত হবে রাশিয়া। অভ্যন্তরীণ শ্রম বাজারের ঘাটতি মেটাতে ও জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে দেশটির ১ কোটি ৭০ লাখ অতিরিক্ত জনসংখ্যার প্রয়োজন হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone