বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » আগামী বছরেই সব জেলায় থ্রিজি

আগামী বছরেই সব জেলায় থ্রিজি 

3h

 প্রযুক্তি ডেস্কঃ আগামী বছরে দেশের প্রতিটি জেলাসদর এলাকায় থ্রিজি নেটওয়ার্ক বসানো সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘টেলিটক বাংলাদেশ লিমিটেডের ‘থ্রিজি প্রযুক্তি চালুকরণ ও ২.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৭ দশমিক ২৮ লক্ষ থ্রিজি গ্রাহক সংযোগ ক্ষমতাসম্পন্ন থ্রিজি মোবাইল নেটওয়ার্ক বাস্তবায়নের জন্য সারা দেশে ১৫৬২টি nodeB (3G BTS) বসানো হচ্ছে।’

3h

বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্য ৭টি বিভাগীয় শহরসহ মোট ২৪টি জেলা সদর এলাকায় ১১৯৫টি nodeB (3G BTS) বসানো হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে আরো ২১টি জেলা সদর এলাকায় তা বসানো সম্ভব হবে। এছাড়া দেশের অন্যান্য জেলাসহ গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টার ও উপজেলায় থ্রিজি নেটওয়ার্ক বাস্তবায়নসহ উল্লিখিত জেলাশহরসমূহে থ্রিজি নেটওয়ার্ক আরো শক্তিশালী করার জন্য নতুন প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে।’

আরেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারি ডাক সেবা খাতকে আরো উন্নত ও জনসেবা উপযোগী করার লক্ষ্যে ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস প্রবর্তন, পোস্টাল ক্যাশ কার্ড চালুকরণ, আইপিএস লাইট ( ট্র্যাক অ্যান্ড ট্র্যাসিং) চালুকরণসহ মোট ৮টি কার্যক্রমসূহের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এছাড়া ডাক পরিবহণ ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প সরকারের ডাক বিভাগ গ্রাহকগণকে উন্নত সেবা প্রদান করছে।’

একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি ডাকসেবা খাতকে জবাবদিহীতার মধ্যে আনার জন্য ২০১০ সালে দি পোস্ট অফিস এ্যাষ্ট এর সেকশন ৪ সংশোধন করে কুরিয়ার সার্ভিসের নিয়ন্ত্রণ ও জবাবদিহীতার জন্য ঃযব ঢ়ড়ংঃ ড়ভভরপব (ধসবহফবহঃ) অপঃ ২০১০ প্রনয়ন করা হয়। সেকশন ৪ সি (৩) এ ক্ষমতাবলে সরকার “ মেইল অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা,২০১১” প্রণয়ন করা করে। এ বিধমালায় অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত মেই

লং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানকে জনস্বার্থে বিধিবদ্ধ আইনের আওতায় এনে বৈধভাবে ব্যবসা করার সুযোগ প্রদান করে। এ বিধিমালা অনুসারে এ

তিনি আরো জানান, কুরিয়ার সার্ভিসের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। লাইসেন্সিং কর্তৃক এ পর্যন্ত ১১৩টি প্রতিষ্ঠানের আনুকূলে লাইসেন্স ইস্যু হয়েছে। ৪৭টি আন্তর্জাতিক ও ৫২টি অভ্যন্তরীণ মেইল অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কাছে লাইসেন্স বাবদ ৬৮ লাখ ২৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

এছাড়া নিরাপত্তা জামানত হিসেবে লাইসেন্স গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি ২৯ লাখ টাকা মূল্যমানের ব্যাংক গ্যারান্টি পাওয়া গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone