বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » শুরু হচ্ছে রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম

শুরু হচ্ছে রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম 

নিজস্ব প্রতিবেদক  : পাসপোর্ট সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব জেলায় একযোগে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম শুরু হচ্ছে। রোববার জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ কথা জানানো হয়। কমিটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য এই পাসপোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।passport

 বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ মো. শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি বৈঠকে উঠে এলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে দেশের সব জেলায় এমআরপি কার্যক্রম চালু হয়ে যাবে। ২০১০ সালে বাংলাদেশে এমআরপি কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দেশের ৩১ জেলার ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং বিদেশে বাংলাদেশের ৪৮ দূতাবাস এর আওতায় এসেছে। এ পর্যন্ত প্রায় ৯০ লাখ ‘যন্ত্রে পাঠযোগ্য’ পাসপোর্ট প্রদান করা হয়েছে।অবশিষ্ট ৩৩ জেলার মধ্যে লক্ষ্মীপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এবং নওগাঁয় ইতোমধ্যে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। বাকি ২৮ জেলাতেও পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হচ্ছে।এসব কার্যালয় থেকে পর্যায়ক্রমে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেয়ার কাজ শুরু হবে বলে বৈঠকে জানানো হয়েছে।বৈঠকে নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নবম জাতীয় সংসদে দেওয়া মোট ৫৪টি প্রতিশ্রুতির মধ্যে ২৬টি বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার বিষয়েও বৈঠকে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশের ৪৯৬টি উপজেলার মধ্যে ২৭৩টিতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়েছে এবং বাকিগুলো সরকারের চলতি মেয়াদেই শেষ হবে।   এ ছাড়া নৌপথে যাত্রীদের জানমালের নিরাপত্তায় পদ্মার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌ পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য বৈঠকে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে কমিটির সদস্য হুইপ মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।



 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone