বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাদ জুমা ১৮ লাশের গণকবর

বাদ জুমা ১৮ লাশের গণকবর 

সালাম জামান, মাদারীপুর থেকে : মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর পরিচয়হীন ১৮ জনের লাশের গণকবর দেওয়া হবে শুক্রবার বাদ জুমা।

শিবচর পৌর কবরাস্থানে লাশগুলো সরকারিভাবে দাফন করা হবে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। তবে দাফনের আগে স্বজনরা তথ্য প্রমাণ দেখিয়ে লাশ নিতে পারবেন বলে জানান তিনি। অজ্ঞাতনামাদের ডিএনএ টেস্টের জন্য নমুনা ও ছবি সংগ্রহ করা হয়েছে।

555

এদিকে শিবচরের তথ্য ও লাশ হস্তান্তর কেন্দ্রটিতে শত শত স্বজনরা ভীড় করছেন নিখোঁজদের সন্ধানে।

পাচ্চর তথ্য ও লাশ হস্তন্তর কেন্দ্র সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে শিবচরের পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য কেন্দ্রে ৩৬টি লাশ পৌঁছেছে। এদের মধ্যে ১৮টি লাশ শনাক্ত শেষে স্বজনরা নিয়ে গেছেন। তথ্য ও লাশ হস্তন্তর কেন্দ্রে আরো অজ্ঞাতনামা ১৮টি লাশ পড়ে থাকলেও এখনো কোন পরিচয় মেলেনি। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক সভা পাচ্চর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, মাদারীপুর পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন বাসুদেব দাস। অজ্ঞাতনামা লাশগুলো শুক্রবার বাদ জুমা শিবচর পৌর কবরাস্থানে দাফনের সিদ্ধান্ত হয় ওই সভায়।

গত সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে তীব্র স্রোতের কবলে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone