বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » এভিয়েশন » বাংলাদেশ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পাবে না

বাংলাদেশ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পাবে না 

world bank ai

নিউজ ডেস্ক : বাংলাদেশে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। ২০১৩-১৪ অর্থবছরে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা ৫ দশমিক ৭ শতাংশের বেশি হবে না বলে মনে করে বিশ্বব্যাংক।
আজ বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শিরোনামে অর্ধবার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতার কারণে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৭ শতাংশ হবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয় ১২ দশমিক ৬ শতাংশ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে তা কমে ৮ দশমিক ৪ শতাংশ হয়েছে। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি জনশক্তি রফতানি কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, দুর্বল জিডিপি প্রবৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ায় রাজস্ব আদায়ে মারাত্মক প্রভাব ফেলেছে। এ অঞ্চলে রাজস্ব আদায়ের হার সমপর্যায়ের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। পোশাক খাতের বিরাজমান নিরাপত্তা সমস্যার সঙ্গে চলমান সামাজিক অস্থিরতা যোগ হয়ে বাংলাদেশের শিল্প ও রফতানি সক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে প্রায় ৩ দশমিক ২ শতাংশ, ২০১৫ সালে হবে ৩ তশমিক ৪ শতাংশ এবং এর পরের বছর হবে ৩ দশমিক ৫ শতাংশ।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, উন্নত অর্থনীতির দেশগুলোর সক্ষমতা বাড়তে থাকায় উন্নয়নশীল দেশগুলোকেও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। তবে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বকে কাঠামোগত সংস্কার করতে হবে, যাতে উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থান বাড়ে, অর্থনীতি শক্তিশালী হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone