বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিশ্বব্যাংকের সংস্কার চায় ভারত

বিশ্বব্যাংকের সংস্কার চায় ভারত 

BBBNN

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে সামর্থ বাড়াতে পুঁজি বৃদ্ধিসহ বিশ্বব্যাংকের সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
অরুন জেটলি নয়াদিল্লীতে বিশ্বব্যাংক গ্র“প প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠককালে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন।
তিনি বলেন, ভারত বিশ্বব্যাংকের কাছ থেকে বৈশ্বিক সুনীতি প্রত্যাশা করে।
কিম অর্থমন্ত্রীকে বিশ্বব্যাংক গ্র“পের এজেন্ডা এবং বৈশ্বিক দারিদ্র্য ও অংশীদারিত্বমূলক সমৃদ্ধি বাড়ানোর লক্ষ্য অর্জনের কার্যকৌশল সম্পর্কে অবহিত করেন।
কিম অর্থায়ন জ্ঞান বিনিময় ও সক্ষমতা গড়ে তোলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতের উন্নয়ন কৌশল ও প্রত্যাশা পূরণে বিশ্বব্যাংক গ্র“পের সহায়তার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিম বলেন, ভারত ঐতিহাসিকভাবে বিশ্বব্যাংকের সবচেয়ে বড় ঋণ গ্রহীতা। তাই ভারত অত্যন্ত সফল না হলে বিশ্বব্যাংকের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
তিনি বলেন, আমরা ভারতকে আমাদের আর্থিক সহায়তার প্রতিশ্র“তি দিয়েছি এবং জ্ঞানবিনিময় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ভাবনসমূহ এখানে নিয়ে আসবো। কেননা, নরেন্দ্র মোদি সরকার অর্থনীতির বিকাশে খুবই উচ্চাভিলাষী মিশন শুরু করেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone