বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাতীয় ঈদগাহসহ রাজধানীর ৩৬৬টি ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন

জাতীয় ঈদগাহসহ রাজধানীর ৩৬৬টি ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন 

M

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানী ঢাকার ৩৬৬টি ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহসহ প্রতি বছর রাজধানীতে ৩৬৬টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়ে থাকে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ২২৬টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার রাজধানীতে ঈদের জামাত বাড়তে পারে বলে জানা গেছে।
চট্রগ্রাম মহানগরীতে এবার ১৫৩টি ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া দেশের প্রধান প্রধান বিভাগীয় ও জেলা শহরের ঈদ জামাত অনুষ্ঠানে ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে বাসসের প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন।
প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত হাইকোর্ট মাজার সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ৫৮ লাখ টাকা ব্যয়ে প্যান্ডেল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
পুরো ঈদগাহ ময়দানে সামিয়ানা টাঙানোর পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা বসানোর কাজ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মীরা।
পুলিশ ও র‌্যাবের দুটি আলাদা নিয়ন্ত্রণকক্ষ তৈরি করা হয়েছে। ঈদগাহ ময়দানের মূল ফটকের পাশেই বসানো হয়েছে ১২০টি ওজু খানা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone