বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বেগম জিয়া ঈদের পর আন্দোলনের নামে জনগণের কষ্ট বাড়ানোর হুমকি দিচ্ছেন : মো. নাসিম

বেগম জিয়া ঈদের পর আন্দোলনের নামে জনগণের কষ্ট বাড়ানোর হুমকি দিচ্ছেন : মো. নাসিম 

WWWWW

ঢাকা, ২৪ জুলাই, ২০১৪, এইদেশ এইসময়ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঈদের পরে আন্দোলনের হুংকার দিয়ে জনগণের কষ্ট বাড়ানোর প্রতিশ্র“তি দিয়েছেন। আর সরকার ঈদের পর ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে মানুষের সেবা ও দেশের উন্নয়নের প্রতিশ্র“তি দিয়েছে।
আজ রাজধানীর মুগদাপাড়া হাতপাতালে ইফতারপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুদগা পাড়া ৫০০-শয্যা হাসপাতালের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের পরিচালক ডা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী ৭ আগস্ট গ্রামে গ্রামে ৬ হাজার ২২১ জন নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হবে। সবাইকে বলে দিয়েছি ২ বছরের আগে কোন কথা শুনবো না। প্রয়োজনে নিজ জেলা-থানায় পোস্টিং নিতে পারেন। পাশাপাশি ঈদের পর যোগ্য ডাক্তারদের পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone