বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৩০০ মার্কিন সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরাকে

৩০০ মার্কিন সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরাকে 

usa

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরাকে সুন্নী যোদ্ধাদের অগ্রযাত্রায় শঙ্কিত হয়ে আরো ৩০০ মার্কিন সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন।
usaপেন্টাগণের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি সোমবার জানান, গত রবি ও সোমবার ২০০ সেনাকে ইরাকে পাঠানো হয়েছে। তারা বাগদাদে মার্কিন দূতাবাস,  বাগদাদ বিমানবন্দর ও অন্যান্য ইরাকি স্থাপনায় নিরাপত্তা প্রদান করবে।
এক লিখিত বিবৃতিতে কিরবি জানান, সৈন্যদের পাশাপাশি হেলিকপ্টার ও মনুষ্যবিহীন আকাশযান পাঠানো হয়েছে। এগুলো বিমানঘাঁটি ও ভ্রমণ পথে নিরাপত্তা জোরদারে কাজ করবে।
মার্কিন দূতাবাস থেকে হেলিকপ্টারে বাগদাদ দূতাবাসের দূরত্ব ২০ কিলোমিটার।
এর আগে ইরাকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিস নামে পরিচিত সুন্নী যোদ্ধারা মসুল ও তিকরিতসহ ইরাকের বিশাল এলাকা দখল করে নিলে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের জন্য ৩০০ মার্কিন উপদেষ্টাকে বাগদাদ পাঠান প্রেসিডেন্ট বারাক ওবামা।
নতুন ৩০০ সৈন্য পাঠানোর ফলে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ৮০০ জনে উন্নীত হবে।

সূত্র: সিএনএন

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone