বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ফরমালিন পরীক্ষার বুথ বসছে ২৩৬ কাঁচাবাজারে

ফরমালিন পরীক্ষার বুথ বসছে ২৩৬ কাঁচাবাজারে 

dmp

নিজস্ব প্রতিবেদকঃ  রমজান উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারই অংশ হিসেবে dmpরোজার মধ্যে ফল ও শাকসবজিতে ফরমালিন পরীক্ষার জন্য ২৩৬টি কাঁচাবাজারে বিশেষ বুথ স্থাপন করা হবে।শনিবার মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রমজান মাসের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।এতে বলা হয়, রোজার মধ্যে ফল ও শাকসবজিতে ফরমালিন পরীক্ষার জন্য ২৩৬টিকাঁচাবাজারে বিশেষ বুথ স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানের পুরো এক মাস রাজধানীতে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। ছিনতাইকারী, চাঁদাবাজ, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যানজট সহনীয় অবস্থায় রাখতে পুলিশের পক্ষ থেকে নানা তৎপরতা শুরু হয়েছে।সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, রমজানে নগরবাসী যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন, নির্বিঘ্নে শপিং করতে পারেন, তারাবি ও ফজর নামাজ পড়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন- সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। এ জন্য কমিউনিটি পুলিশের কার্যক্রম বাড়ানো হবে; সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল, মারুফ হাসান ও ইব্রাহীম ফাতেমী এবং যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone