বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বন্ধ হয়ে গেল কেজরিওয়ালের জনতার দরবার

বন্ধ হয়ে গেল কেজরিওয়ালের জনতার দরবার 

antorjatik ai desh

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ের মাথায় দিল্লির ক্ষমতায় আসীন ভারতের আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বহুল আলোচিত জনতার দরবার বন্ধ করে দিয়েছেন।
জনগণের দাবি-দাওয়া সরাসরি শোনার জন্য এ দরবার বসানোর ঘোষণা দিয়েছিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। কিন্তু গত শনিবার তার সরকারের প্রথম জনতার দরবার বাতিল হয়ে যায় জনতার প্রচন্ড ভিড়ে। ওই অব্যবস্থার পর উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে সুষ্ঠুভাবে জনতা দরবার করার আশ্বাস দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই অবস্থানও ধরে রাখতে পারেননি তিনি।
সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আপাতত জনতার দরবার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দরবারে বসে সমস্যা শোনার চেয়ে জনতা যাতে ই-মেইল, চিঠি এবং কল সেন্টারের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন, তার ব্যবস্থা করতে যাচ্ছে দিল্লি সরকার।
কেজরিওয়ালের ভাষায়, যারা মেইল করতে পারবেন না, তারা কল সেন্টারে অভিযোগ জানাতে পারবেন। সচিবালয়ে ড্রপ বক্স ও হেল্পডেস্ক থাকবে। আমিও জনতার সঙ্গে দেখা করব। তার জন্য অভিযোগ নিয়ে আমার কাছে আসার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, গত মাসে দিল্লির ক্ষমতা হাতে পাওয়ার পর পরই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুতের দাম অর্ধেক এবং নির্দিষ্ট পরিমাণ পানি বিনামূল্যে দেয়ার কর্মসূচি বাস্তবায়ন করেন আপ প্রধান অরবিন্দ, কিন্তু কোনো হোমওয়ার্ক না করেই জনতার দরবার করতে গিয়ে যেভাবে তাকে নাকানি-চুবানি খেতে হল তাতে তার দুর্নীতি বিরোধী অভিযানের পরিণতি কী হবে তা নিয়ে অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone