বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » আসছে নকিয়া এক্স-২ অ্যানড্রয়েড

আসছে নকিয়া এক্স-২ অ্যানড্রয়েড 

Nokia-android-X-series

প্রযুক্তি ডেস্কঃ  এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সবাইকে চমকে দিয়েছিল মোবাইল জায়ান্ট নকিয়া। সে সম্মেলনে নকিয়া এক্স নামে অ্যানড্রয়েড Nokia-android-X-seriesপ্রযুক্তির নতুন একটি ফোন প্রথমবারের মতো জনসম্মুখে আনে। এর আগে শুধু উইন্ডোজ ফোন আনার কারণে বাজারে নকিয়ার দারুণ বদনাম ছিল।

এবার মাইক্রোসফটের কিনে নেওয়া মোবাইল কোম্পানিটি আনছে সস্তায় এন্ট্রি-লেভেলের আরও একটি এনড্রয়েড মোবাইল। যার নাম নকিয়া এক্স-২। ডুয়েল সিমের এ মোবাইলের দাম ১৩৫ ডলার বা ৯৯ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা।

৪.৩ ইঞ্চি স্ক্রিনের এ এক্স-২ তে থাকছে ডুয়েল কোর ১.২ গিগাহার্জের কুয়েলকম স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসর, ১ গিগা র‌্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪ জিবি স্টোরেজ মেমরি। এ ছাড়া থাকছে মাইক্রোএসডি মেমরি কার্ড ব্যবহারের সুবিধা।

নকিয়া এক্স-এর মাধ্যমে ডুয়েল সিমের সস্তা অ্যানড্রয়েড ডিভাইসের বাজারে প্রবেশ করে কোম্পানিটি। ডিভাইসটিতে আছে ৪ ইঞ্চি স্ক্রিন, ৫১২ এমবি র‌্যাম ও ৩ মেগাপিক্সেলের ক্যামেরা। যা এক্স-২’র চেয়ে সামান্য ছোট।

নকিয়া এক্স-২ জুলাই থেকে বিশ্বব্যাপী পাওয়া যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone