বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

saver aidesh2

নিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার বেলা ১০টা ৫৮মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট নিরবে দাড়িয়ে থেকে শহীদদের মাগফিরতা কামনা করেন। এসময় তার সাথে মন্ত্রীপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মহাসড়কে সাধারন যানচলাচল।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীরা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বেন্যার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সারবিদ্ধভাবে দাড়িয়ে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
এছাড়াও মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে সাভারের আওয়ামীলীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আইল্যান্ডের উপর দিয়ে পার হলে পুলিশ লাঠিচার্য করে তাদরে ছত্রভঙ্গ করে দেয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone