বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ইতিহাসের সবচেয়ে সফল দল জার্মানি

ইতিহাসের সবচেয়ে সফল দল জার্মানি 

jermany

স্পোর্টস ডেস্কঃ  ধারাবাহিকতার বিচারে ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল জার্মানি। গতকাল সোমবার রাতে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে তার প্রমাণ jermanyদিলো এই দলটি। বিশ্বকাপ আসর শুরু হওয়ার পর তিনটি শিরোপা গেছে জার্মানিতে। সাতবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি পাঁচটি সেমিফাইনাল খেলেছে দ্য ঈগলদের। জার্মানদের কাউন্টার অ্যাটাকিং গতিময় ফুটবল যে কারো ভালো লাগতে বাধ্য। খেলার এ ধরনের জন্য ইউরোপের পাওয়ার হাউজ বলা হয় তাদের। আর এবারের বিশ্বকাপের আগেও জার্মানরা আছে দারুণ ফর্মে। বিশ্বকাপ বাছাইয়ের ১০ ম্যাচের নয়টি জয়ের পথে তারা গোল করেছে ৩৬টি। দলে এত গোল স্কোরিং মিডফিল্ডার আছে যে এবারের ডাই মানশ্যাফটে স্বীকৃত ফরোয়ার্ড হিসেবে শুধুমাত্র ক্লোসাকে জায়গা দিয়েছেন বস জোয়াকিম লো।
বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার হওয়া থেকে মাত্র এক গোল দূরে থাকা ক্লোসার পুরো নব্বই মিনিট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন রয়ে গেলেও তা নিয়ে মোটেই চিন্তিত নন জার্মান বস। লোর সোজা কথা, ক্লোসার কাছ থেকে শুধু জরুরি সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ হেড পেলেই সন্তুষ্ট থাকবেন তিনি। এদিকে রয়েসের মতো সময়সেরা উইঙ্গার বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ছিটকে পড়লেও দল নিয়ে বেশ নির্ভরই থাকছে জার্মানরা। কারণ গোলবার থেকে শুরু করে মাঝ মাঠ সব জায়গাতেই  তাদের আছে ম্যানুয়েল নয়ার, বোয়াটাং, ফিলিপ লাম, মার্টেস্যাকার, হ্যামেলস, মারিও গোয়েটজে, সামি খেদিরা, শোয়াইনস্টাইগার ও ওজিলের মতো এক ঝাঁক নিয়ন্ত্রক। দলটা এতটাই তারকা ভরা যে ড্র্যাক্সলার, স্মেলৎজার, টনি ক্রুজদের মতো প্রতিভাবান ফুটবলারদের সাইডলাইনে বসে থাকাটা অনেকটাই নিশ্চিত। তবে ব্রাজিলের নতুন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়াটাই জার্মানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাছাড়া জোয়াকিম লোর ফরমেশন নিয়েও যথেষ্ট সন্দেহ আছে ভক্তদের মনে।
ফাইনালে পৌঁছতে হলে বেশ কঠিন পথই পাড়ি দিতে হবে লো শিষ্যদের। কারণ গ্রুপ পর্বে পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও ঘানার মতো কঠিন প্রতিপক্ষদের টপকে গ্রুপসেরা হলে দ্বিতীয় রাউন্ডে দ্য ঈগলদের প্রতিপক্ষ হতে পারে রাশিয়া। সম্ভাব্য ডার্ক হর্স রাশিয়ার বাধা টপকাতে পারলে কোয়ার্টারের তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সাবেক আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone