বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ১, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সচিবালয়ে আসছেন নতুন মন্ত্রীরা

সচিবালয়ে আসছেন নতুন মন্ত্রীরা 

ai sichib

এইদেশ এইসময়, : নতুন মন্ত্রীরা সচিবালয়ে নিজ নিজ দপ্তর বুঝে নিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন। শপথ গ্রহণের পরদিন সোমবার সকাল থেকে সচিবালয়ে নতুন মন্ত্রীদের বেশ কয়েকজনকে দেখা গেছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে সচিবালয়ে আসতে দেখা গেছে।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। যেভাবেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করব।’

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার এই উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

নতুন করে শুরু করা সব কাজই চ্যালেঞ্জিং। তবে এ দায়িত্বটা (আইন মন্ত্রণালয়) খুবই গুরুদায়িত্ব। এটাও চ্যালেঞ্জিং।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone