বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সাঈদীর মৃত্যুদণ্ড – রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু

সাঈদীর মৃত্যুদণ্ড – রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু 

ai desh

এইদেশ এইসময়, ঢাকা : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

প্রায় ৫০ দিন পর সোমবার সাঈদীর পক্ষে আপিল শুনানি করছেন অ্যাডভোকেট এএসএম শাহজাহান। তিনি সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া ২৮তম সাক্ষী তদন্ত কর্মকর্তার জেরা উপস্থাপন করছেন।

এর আগে সর্বশেষ গত বছরের ২৫ নভেম্বর শুনানি হয়েছিলো। পরে হরতাল-অবরোধের কারণে আর শুনানি হয়নি। গত বছরের ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাইব্যুনালের ১২০ পৃষ্ঠা রায় পড়ে শোনান ট্রাইব্যুনালে সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট এএসএম শাহজাহান। রায় পড়া শেষে সাক্ষ্য উপস্থাপন শুরু করা হয়।

রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত রয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone