বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » ট্রেনে কাটা পড়ে নিহত তিন

ট্রেনে কাটা পড়ে নিহত তিন 

train

নিজস্ব প্রতিবেদকঃ  রাজধানীর মিরপুর, কাওরানবাজার ও খিলগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় ও ট্রেনের কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবুল হোসেন train(৪৫), মিজানুর রহমান (৪৫) ও আরেকজনের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে ও গতকাল বুধবার রাতে এসকল ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ভাগ্নে মোহাম্মদ শরীফ জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ শেষে আবুল হোসেন হাঁটতে বের হয়েছিলেন। এসময় মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়  স্থানীয় লোকজন তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৯টার চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। নিহত আবুল হোসেন মিরপুর-১ নম্বর শাহআলীবাগ এলাকার সুলতান আহমেদের ছেলে।
অপর দিকে রাজধানীর খিলগাঁও ও কারওয়ান বাজারের রেলক্রসিং এলাকায় গত বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্য হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজিজুল ইসলাম জানান, গত বুধবার রাত সাড়ে ৯টায় কারওয়ান বাজারের এফডিসি গেট সংলগ্ন রেলক্রসিং পার হতে গিয়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
একই দিন, রাতে খিলগাঁও রেলগেট মাছবাজার সংলগ্ন রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
পুলিশ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone