বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মার্কিন সেনাকে পাঁচ বছর পর মুক্তি দিল তালেবান

মার্কিন সেনাকে পাঁচ বছর পর মুক্তি দিল তালেবান 

sarjent

আন্তর্জাতিক ডেস্কঃ  আফগান তালেবানদের হাতে বন্দী একমাত্র মার্কিন সেনাকে পাঁচ বছর আটকে রাখার পর শনিবার মুক্তি দেয়া হয়েছে। গুয়ানতানামো কারাগার sarjentথেকে তালেবানদের পাঁচ ঊর্ধ্বতন জঙ্গির মুক্তির বিনিময়ে সার্জেন্ট বার্গডালকে মুক্তি দেয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, মুক্তিপ্রাপ্ত সেনা সার্জেন্ট বোয়ে বার্গডাল(২৮) সুস্থ আছেন তবে তাকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটিতে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাকে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে তাকে তুলে দেয়ার পর তিনি মুক্তির আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে গুয়াতনামো থেকে মুক্তি দেয়ার পর পাঁচ জঙ্গিকে কাতারে পাঠানো হয়েছে। তবে আগামী এক বছর তারা কাতার ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এই সমঝোতার জন্য কাতারের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে অভিযান চলছিল তার কড়া সমালোচক ছিলেন বার্গডাল। আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতিকে সমালোচনা করে তিনি একটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করেন। সেখানে তিনি মন্তব্য করে বলেন এই যুদ্ধ আরেক ভিয়েতনাম অভিজ্ঞতায় পরিণত হতে পারে।

বোয়ে বার্গডালের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার সহকর্মী এবং তার দেশ কেউ তাকে ভোলেনি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তার কোনও সেনা সদস্যকে কখনোই যুদ্ধক্ষেত্রে ফেলে আসে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, বন্দিত্ব থেকে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফেরত আসতে বার্গডালকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone