বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ভালোবাসা দিবসেও নাটক বানাবেন ঈশিতা

ভালোবাসা দিবসেও নাটক বানাবেন ঈশিতা 

esita ai

বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরেই ক্যামেরার সামনে অনিয়মিত রুমানা রশিদ খান ঈশিতা। অভিনয়ের পাশাপাশি চ্যানেল আইতে চাকরিতে যোগদানই এর মূল কারণ বলে মনে করা হয়। তবে এই সময়টায় তার নামের পাশে পরিচালক বিশেষণটি যোগ হয়েছে। ইশিতার পরিচালনায় কয়েকটি নাটকও দেখেছেন দর্শক। ভালই সাড়া পেয়েছেন। সর্বশেষ গত বছর ভালোবাসা দিবসে প্রচার হয়েছিল ‘ভালোবেসে বাঁচ’ শিরোনামের নাটকটি। সেই ধারাবাহিকতায় এবারও ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন ঈশিতা। নাম এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে তিনি নাটকটির স্ক্রিপ্ট লিখছেন। দু-এক দিনের মধ্যে লেখার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। ২৬ জানুয়ারি গাজীপুরের পুবাইলে এ নাটকের শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন ভাবনা, নাঈম ও সাজ্জাদ। ভিন্ন ধাঁচের রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রচার হবে।
এ প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘ভালোবাসা এমন একটি শব্দ যা প্রতিটি মানুষের কাছে শ্রেষ্ঠ অনুভূতি হিসেবে বিবেচিত। তাই এবারের ভালোবাসা দিবসে মন ছুঁয়ে যাওয়া একটি প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। নিয়মিত নাটক লেখা এবং পরিচালনা করার ইচ্ছা থাকলেও অফিসের কাজের চাপ এবং সাংসারিক ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না। এর পরও বছরের বিশেষ দিনগুলোয় দু-একটি নাটক নির্মাণ করি। এ নিয়ে দর্শকের কাছ থেকেও ব্যাপক সাড়া পাই। আশা করি, এবারের নাটকটিও দর্শকদের ভালো লাগবে।’
ঈশিতা আপাতত নাটকটির নাম প্রকাশ করতে চাচ্ছেন না। তবে নির্মাণকাজ শুরু করলেই এর নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন। নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাতে চ্যানেল আইয়ে প্রচার হবে। ইশিতা পরিচালিত প্রথম নাটকের নাম ছিল ‘এক নিঝুম অরণ্যে’।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone