বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রস্তুতি অসম্পন্ন রেখেই শুরু হয়েছে বাণিজ্য মেলা

প্রস্তুতি অসম্পন্ন রেখেই শুরু হয়েছে বাণিজ্য মেলা 

mala ai desh

এই দেশ এই সময়, ঢাকা : রাজনৈতিক অস্থিরতার মধ্যে শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্ধারিত সময়ের চেয়ে দশ দিন পর শুরু হচ্ছে এই মেলা। তার পরেও প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মেলার আয়োজক ও অংশগ্রহণকারীরা। তাই প্রস্তুতি অসম্পন্ন রেখেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, কিছু প্যাভিলিয়ন ছাড়া অনেক প্যাভিলিয়নও স্টলের কাজ এবং প্রধান ফটকও মেলার ভিতরের এবং বাহিরের রাস্তার অবকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়নি। বিশেষ করে প্রধান ফটকও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের কাজও সম্পন্ন হয়নি।

এছাড়া বিদ্যুতের লাইনের কাজ সম্পন্ন হয়নি। মেলা পরিদর্শনে গিয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন গিয়ে কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দায়িত্বে থাকা ইন্টেরিওর প্রতিষ্ঠান রাখি ট্রেডার্সের মালিককে বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা বাকি মেলা শুরু হওয়ার, আপনারা এখন কাজ সম্পন্ন করতে পারেনি কেন। তিনি বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ফিল্ম দেখতে চান। পরবর্তীতে রাখি ট্রেডার্সের মালিক রাতে তাকে ফিল্ম দেখতে অনুরোধ জানান।

অন্যদিকে মেলার প্রধান ফটকের কাজও এখনো সম্পন্ন হয়নি। এছাড়া দেখা যায় মেলার ভিতরে এবং বাইরে রাস্তা তৈরির কাজ চলছে। অধিকাংশ প্যাভিলিয়নের কাজ তিনের একাংশ কাজ শেষ হয়েছে মাত্র। মেলা বুকিং পাওয়া তিনের একাংশ স্টলের কোনো কাজ শুরু হয়নি। তবে রাতের মধ্যে কাজ শেষ করার আশাবাদী অনেক ব্যবসায়ীরা। হরতাল ও অবরোধে মধ্যে শুরু হতে যাওয়া মেলায় অধিক ক্রেতা ও দর্শনার্থী পাওয়ার আশা করছেন অনেক ব্যবসায়ী।

হক গ্রুপের সেলস ম্যানেজার মোস্তফা কামাল এই দেশ এই সময়কে, বলেন, নানা কারণে মেলার প্রস্তুতি দেরি হচ্ছে। হরতাল অবরোধের মধ্যে ক্রেতা দর্শনার্থী খারাপ হবে না। প্রতি বছরের মতে এবারো মেলার উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে হবে।

প্রস্তুতি সম্পন্ন না বিষয়ে ইপিবির উপ-পরিচালক ডা. বিকরানা কুমার ঘোষ এই দেশ এই সময়কে, বলেন, রাতের মধ্যেই অনেক প্যাভিলিয়ন ও স্টলের কাজ সম্পন্ন হয়ে যাবে। পরীক্ষা পিছালে যেমন প্রস্তুতি ভাল হয় না মেলার ক্ষেত্রেও তেমন হয়েছে।

প্রতি বছর ইংরেজি নতুন বছরের ১ তারিখ থেকে মেলা শুরু হয়। এ বছর ৫ জানুয়ারি দশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ব্যবসায়ীদের অনুরোধে মেলা ১০ দিন পিছিয়ে ১১ তারিখ নির্ধারণ করা হয়। আগামীকাল সকাল ১১ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone