বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » মহাকাশ থেকে সরাসরি শো এবার টিভি পর্দায়

মহাকাশ থেকে সরাসরি শো এবার টিভি পর্দায় 

sat_geo_azersat_orbit_high_37341

অনলাইন ডেস্ক : সরাসরি বা লাইভ শো আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে দেখে থাকি। তবে নতুন খবর হল আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে এবার সরাসরি তথ্য মিলবে টিভির পর্দায়। পরিবারের সকলে মিলেই সেই শো দেখতে পাবেন ঘরে বসেই। বিনোদনের পাশাপাশি তথ্য জানার এ এক অপার সুযোগ।

ব্রিটেনের একটি টিভি সংস্থা জানিয়েছে, এই প্রথম টিলিভিশনের পর্দায় এমন শো পরিবেশন করা হবে। তাও আবার মহাকাশ থেকে, সরাসরি।

ইতিমধ্যেই ন্যাশানাল জিওগ্রাফি চ্যানেল সহ ১৭০টি চ্যানেলে এই লাইভ শো দেখানো হবে। শো-এর হোস্ট হবেন ব্রিটেনের দ্য এক্স ফ্যাক্টর খ্যাত ডারমট ওল্যারি। হাউসটনে নাসার কন্ট্রোল অফিসের মাধ্যমে স্পেস সেন্টারের মহাকাশ্চারীদের সঙ্গে লাইভ কথা বলবেন ল্যারি।

আন্তর্জাতিক স্পেস সেন্টারে কি কি কাজ হয়, মহাকাশ্চারীরা কেমনভাবে থাকেন, তাদের কাজ কী, সেখান থেকে পৃথিবীর নানা মুহুর্ত ও মহাকাশের নানা তথ্য এই লাইভ শো’তে পরিবেশন করা হবে বলে জানা গেছে। আর এই শো-এর মূল আকর্ষণ হিসেবে থাকবেন প্রফেসর স্টিফেন হকিং ও ব্রিটিশ মহাকাশ্চারী টিম পিক।

উল্লখ্যে, একশো বিলিয়ন ডলারের এই অভিনব প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে আছে আইএসএস ও আরও ১২টি দেশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone