বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » খালেদা জিয়া মুক্ত গণমাধ্যমের শত্রু : ইনু

খালেদা জিয়া মুক্ত গণমাধ্যমের শত্রু : ইনু 

inu ai

রোকন উদ্দিন, ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত গণমাধ্যমের শত্রু। তিনি জঙ্গীবাদের জন্যই আত্মপ্রকাশ করেছেন। বেগম জিয়া দেশের মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এ সময় সাংবাকিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক পাল্লায় মাপবেন না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মার্কিন ফ্রিডম হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ২০১৪’ শীর্ষক প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকারের ষড়যন্ত্র।

এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, যারা এই প্রতিবেদন প্রকাশ করেছে আমি প্রকাশ্যে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি। একটা দেশকে হেয় প্রতিপন্ন করার অধিকার নেই কোনো আন্তর্জাতিক সংস্থার। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে সব সাংবাদিকদের উচিত এ প্রতিবেদনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এই প্রতিবেদন দেশের জন্য গভীর ষড়যন্ত্র।

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি খেয়াল করছি যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, মিথ্যাচারের জন্য কারাগারে গেছে তাদের পুরুষ্কৃত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাহানা শুরু করছে। আমি মনে করি এটাও বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

সংগঠনের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি উৎপল কুমার সরকার ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone