বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী 

ai

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী চুং হং পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার ভোরে এক জরুরী সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর- রেডিও তেহরান

দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার তত্পরতায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে চাং হং-উন এক সংক্ষিপ্ত ঘোষণায় বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি। আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সিওল নামের ডুবে যাওয়া ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিল যার মধ্যে একটি হাইস্কুলের শিক্ষার্থী ছিল ৩৫২ জন। ১৬ এপ্রিল ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে ১৪০ জন।

কয়েকশ যাত্রী নিয়ে সাগরে ডুবে যাওয়া ফেরির উদ্ধারাভিযান সম্পন্ন হতে অন্তত দু’মাস সময় লাগতে পারে বলে জানিয়েছিল উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাকর্মকর্তারা। আর কর্তৃপক্ষের এমন ঘোষণায় তীরে অপেক্ষারত স্বজনদের অনেকেই উত্তেজিত হয়ে পড়েন।

জানা গেছে, ঘটনাস্থলে স্রোত খুব তীব্র এবং আবহাওয়ার অবস্থাও বেশ খারাপ। ফলে তীব্র স্রোত এবং শক্তিশালী ঢেউয়ের কারণে উদ্ধারাভিযান ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone