বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মার্কিন প্রশাসনে প্রথম বাংলাদেশি নীনা

মার্কিন প্রশাসনে প্রথম বাংলাদেশি নীনা 

full_1773202405_1398486869

এইদেশ এইসময়, ডেস্ক : মার্কিন প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এন নিনা আহমেদ।

এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসেফিক আইসল্যান্ডার্স (এএপিআইএস) বিষয়ক ১৪ সদস্যের পরামর্শক কমিশনে নিয়োগের জন্য নিনার নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৪ সদস্যের ওই কমিশনে তিনজন ভারতীয়কেও মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে ওই তালিকা প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের লোকজনের প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়নে কাজ করে এই পরামর্শক কমিশন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বসবাসরত নীনা আহমদ ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেন তিনি।
অভিবাসীদের সহায়তার জন্য ১৯৯৪ সালে গড়ে ওঠা ফিলাডেলফিয়া ভিত্তিক রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কানসালটিং কোম্পানি-জেএনএ ক্যাপিটলের অন্যতম উদ্যোক্তা নীনা আহমদ। এই প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ মালিকানা তার।
ফিলাডেলফিয়ায় বসবাসরত এশিয়ান-আমেরিকানদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন নীনা আহমদ। কাজের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীকে নিজের এশিয়ান-আমেরিকান বিষয়ক ২৫ সদস্যের কমিশনের চেয়ারপারসন নিয়োগ করেন ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার। সূত্র: পিটিআই

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone